তামিমের সিদ্ধান্ত জানাতে আর অল্প অপেক্ষা
তামিম ইকবালকে নিয়ে অপেক্ষা এখনো ফুরোয়নি। জাতীয় দলের হয়ে ফিরবেন, খেলবেন- এমন সিদ্ধান্ত জানতে আরও দুই-তিন দিন অপেক্ষায় থাকতে হবে।
বুধবার (৮ জানুয়ারি) সিলেটে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিমের সঙ্গে দুই দফা আলোচনা করেন বিসিবি নির্বাকরা।
আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তামিম। সে জন্য দুই-একদিন সময় চেয়েছেন।
গাজী আশরাফ জানান, ‘আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’
আগামী ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ জনের দল পাঠাতে হবে আইসিসিকে। বাংলাদেশ দলে তামিমকে যুক্ত করার ব্যাপারে আলোচনা শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে তামিমের ব্যক্তিগত মত কী, তা নিয়েই ছিল আজকের আলোচনা।
এর আগে, শহীদ আফ্রিদির সঙ্গে এক আড্ডায় তামিম বলেন, জাতীয় দলে তিনি আর ফিরছেন না। অনেকদিন ধরেই লাল-সবুজের জার্সি থেকে দূরে আছেন এই দেশসেরা ওপেনার।
এম এইচ//