খেলাধুলা

জাতীয় দলে ফিরছেন সাকিব

বাংলাদেশ জাতীয় দলে আবারও ফিরছেন সাকিব আল হাসান। আগামী সিরিজগুলোকে সামনে রেখে তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় সাকিবকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, এখন থেকে হোম ও অ্যাওয়ে—সব ধরনের সিরিজের জন্যই সাকিবকে বিবেচনায় রাখা হবে। তবে এজন্য তাকে ফিটনেস ধরে রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

যদিও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ হচ্ছে না, তবে মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই সিরিজ দিয়েই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটবে সাকিবের।

বোর্ড সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাকিব আল হাসানের বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলা বিসিবি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করবে। পাশাপাশি তাকে আবার কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সর্বশেষ ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছিলেন সাকিব। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে তার বিরুদ্ধে বিক্ষোভের আশঙ্কা তৈরি হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার সুযোগ না পেয়ে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে চলে যেতে হয় তাকে।

সম্প্রতি দুবাই থেকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি দেশে ফিরতে চান এবং নিজের পরিচিত দর্শকদের সামনে বিদায় নিতে চান। এবার বিসিবির সিদ্ধান্তে সেই প্রত্যাবর্তনের পথ খুলে গেল।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন