রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলেই মানুষের ভাগ্য বদলেছে: তারেক রহমান

বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি দল, যারা ক্ষমতায় গিয়ে শুধু কথা নয়—বাস্তব কাজের মাধ্যমে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করেছে। ভবিষ্যতেও সরকার গঠনের সুযোগ পেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে নতুনভাবে সাজানো হবে। তিনি জানান, সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

নারীদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। খালেদা জিয়ার শাসনামলে মেয়েদের অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষা নিশ্চিত করা হয়েছিল। ভবিষ্যতে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে গ্রাম-গঞ্জে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

কৃষকদের গুরুত্ব তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে কৃষি উৎপাদন বাড়াতে হবে, আর সে জন্য কৃষকদের পাশে দাঁড়ানো জরুরি। তিনি জানান, কৃষক ও কৃষাণীদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে, যার মাধ্যমে ঋণ পাওয়ার সুযোগ তৈরি হবে।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবে এসব উদ্যোগ বাস্তব রূপ দিতে হলে বিএনপিকেই সরকার গঠন করতে হবে। এজন্য জনগণের সমর্থন ও পাশে থাকার আহ্বান জানান তিনি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন