খেলাধুলা

বিশ্বকাপ বয়কট নয়, শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে পাকিস্তান

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার পর পাকিস্তান এবারের আসরটি বর্জন করতে পারে এমন আলোচনা শুরু হয়েছিল। তবে সেসব গুঞ্জনের অবসান ঘটিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (২৫ জানুয়ারি) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে পিসিবি। শক্তিশালী এই দল ঘোষণার মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেছে, পাকিস্তান বিশ্বকাপ খেলতে প্রস্তুত।

এর আগে আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে যুক্ত করার পর বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেছিলেন, বাংলাদেশের ক্ষেত্রেও আইসিসির উচিত ছিল ভারত ও পাকিস্তানের মতো হাইব্রিড মডেল বা ভেন্যু পরিবর্তনের সুযোগ দেওয়া। সেই সঙ্গে বিশ্বকাপ বয়কটের প্রশ্নে সরকারের সঙ্গে আলোচনা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

নাকভি তখন বলেছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অপেক্ষা করা হচ্ছে। তবে পরদিনই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হওয়ায় স্পষ্ট হয়েছে, বয়কটের বিষয়টি বাস্তব পর্যায়ে যায়নি।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, পাকিস্তানের বক্তব্য ছিল মূলত বাংলাদেশের প্রতি সমর্থন প্রকাশ এবং ভারতের বিরুদ্ধে কূটনৈতিক অবস্থান জানানোর কৌশল। বাস্তবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো প্রস্তুতি তারা নেয়নি। বরং পূর্ণ শক্তি নিয়েই টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাকিস্তান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন