শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠির জবাব এখনো আসেনি: পররাষ্ট্র উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেয়া হয়েছিল, তার জবাব এখনো পাওয়া যায়নি। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
বুধবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব তথ্য জানান।
এরমধ্যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি, এমন খবর প্রকাশ পেয়েছে। এ ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ‘আপনাদের মতো আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি। আমাদের কী করার আছে।’
সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে পাঠানো চিঠির জবাব এসেছে কি না, এই প্রশ্নে এম তৌহিদ জানান, ‘তাকে (শেখ হাসিনা) ফেরাতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব এখনো পাইনি।’
গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ।
এম এইচ//