আর্কাইভ থেকে দেশজুড়ে

সাদুল্লাপুরে ৩৩৩-এ কল করে খাদ্য সহায়তা পেল ৬০ কর্মহীন পরিবার

জাতীয় হেল্প লাইন ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেয়েছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬০টি কর্মহীন ও অসহায় পরিবারের মানুষ।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সাদুল্লাপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কোভিট-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এই খাদ্য সামগ্রী তুলে দেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহারিয়া খান বিপ্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা বেগম।

খাদ্য সহায়তার মধ্যে ছিলো পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া ও ১ কেজি লবন।

সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করীম জানান, উপজেলার ১১ ইউনিয়নের খাদ্য সংকটে পড়া পরিবারের অনেকেই ৩৩৩ কল দিয়ে খাদ্য সহায়তা চেয়ে আবেদন করেন। এ পর্যন্ত ১১৯টি আবেদনের মধ্যে থেকে যাচাই-বাছাই করে ৬০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিপিএম) বাস্তবায়নে এই কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন