দেশে এক দিনে দুই’শ ৪৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত
দেশে গেল এক দিনে নতুন করে আরো দুই’শ ৪৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকাতেই আক্রান্ত হয়েছে দুই’শ ১১ জন। বাকী ৩৫ জন ঢাকার বাইরের রোগী। সবমিলিয়ে দেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ৩১ জন।
মঙ্গলবার( ২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
অধিদপ্তর জানায়, ঢাকার ৪১টি হাসপাতালে ভর্তি আছেন আট’শ ৩৬ জন ডেঙ্গু রোগী। অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন এক’শ ৯৫ জন। চলতি বছর দেশে ডেঙ্গু জ্বরে ৫৯ জন মারা গেছেন।