সরকার হটানোর আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি মহাসচিবের
সরকার হটানোর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কৃষক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সাক্ষাত দিয়ে সাংবাদিকদের মাধ্যমে তিনি এই আহবান জানান।
এসময় বিএনপি মহাসচিব বলেন, সরকার জবর দখলের মত ক্ষমতা দখল করে আছে। তাদেরকে সরানোর জন্য সবাইকে ভুমিকা রাখতে হবে। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকতে সরকার দমন পীড়নের পাশাপাশি বেগম খালেদা জিয়াকে গৃহে অন্তরীণ করে রেখেছে।
পরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিরিজ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ঢাকা ও ফরিদপুর বিভাগের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপির শীর্ষ নেতারা।