আন্তর্জাতিক

সরকার বিরোধী স্লোগানে মুখর দিল্লি, কংগ্রেসের বিশাল সমাবেশ

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির রামলীলা মাঠে রোববার (১৪ ডিসেম্বর) বিশাল সমাবেশ করেছে ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস।

এই সমাবেশে ভাষণ দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী। তারা সরকারের বিরুদ্ধে জনগণের রায় ‘চুরি’ করার অভিযোগ করেছেন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

সমাবেশে জানানো হয়েছে, এসব উদ্বেগ তুলে ধরতে সারাদেশে তারা পাঁচ কোটির বেশি স্বাক্ষর সংগ্রহ করেছেন। 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সরকার ও বিরোধীদের তীব্র বাগ্‌বিতণ্ডার মধ্যেই ‘ভোট চোর, গদি ছাড়ো’ স্লোগানে এই সমাবেশ হলো। সারাদেশ থেকে কংগ্রেসের নেতাকর্মীরা এই মহাসমাবেশে যোগ দেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন