ভরাডুবি এড়াতে নির্বাচন থেকে সরে গেছে বিএনপি; কাদের
সংবিধান অনুযায়ী সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করছে। এমনটা জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আশাবাদ জানান, পরবর্তী ধাপের নির্বাচনে নির্বাচন কমিশন আইন-শৃঙ্খলা রক্ষায় আরো কার্যকর এবং কঠোর পদক্ষেপ নেবে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে এ আশাবাদ জানান তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভরাডুবি এড়াতে নির্বাচন থেকে দূরে সরে গেছে।