এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে দেখানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অবিলম্বে এ অবস্থান প্রত্যাহার করতে হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এসব কথা বলেন তিনি ।
নাহিদ বলেন, ‘আমরা আজ শহীদ মিনারে মিলিত হয়েছি এটা প্রমাণ করতে আমরা ঐক্যবদ্ধ, জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ, এখানে কোন রাজনৈতিক নেতা হিসেবে আসি নাই। এসেছি জুলাইয়ের কর্মী হিসেবে’।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। আমরা মনে করি নৈতিকভাবে উনি আর এই দায়িত্বে থাকতে পারেন না। ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। জুলাই বিপ্লবীদের টার্গেট করা হয়েছে’।
তিনি আরও বলেন, ‘আগামীকাল উৎসব করতে রাস্তায় নামব না, আগামীকাল প্রতিরোধের জন্যে রাস্তায় নামব। সব্বাইকে আহ্বান করব আগামীকাল বিজয় উৎসব করতে রাস্তায় নামবো না, নামব প্রতিরোধের জন্যে। ৭২ ঘণ্টা পার হলেও খুনিদের গ্রেফতার করতে পারে নাই। কোথা থেকে খেলা চলছে সেটা এখনও বের করতে পারে নাই’।
আই/এ