দ্বিতীয় দিনের মতো চলছে পণ্যবাহী যানবাহনের মালিক-শ্রমিকদের কর্মবিরতি
সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে পণ্যবাহী যানবাহনের মালিক-শ্রমিকদের কর্মবিরতি। বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন এর সভাপতি তালুকদার মোঃ মনির জানিয়েছেন, ১৫টি দাবীর মধ্যে ১০টি দাবি মেনে নিলে তারা আন্দোলন প্রত্যাহার করবেন। ১৫ দফা দাবিতে মঙ্গলবার(২১ সেপ্টেম্বর)সকাল ৬টা থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার কর্মবিরতিতে সব ধরনের পণ্যবাহী যান চলাচল প্রায় বন্ধ আছে। ধর্মঘটের কারনে চট্টগ্রাম বন্দরে দেখা দিয়েছে অচলাবস্থা। তবে জরুরি পরিষেবা পরিবহণ ধর্মঘটের আওতামুক্ত আছে। সংকট নিরসনে ইতোমধ্যে মালিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আজ ট্রাক-কভার্ড ভ্যান মালিক শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।