কোভ্যাক্সের আওতায় অরো ৮৯ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ; পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় আরো ৮৯ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ। মঙ্গলকার( ২১ সেপ্টেম্বর) রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি লিখেছেন,‘কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ৭১ লাখ ডোজ ফাইজার এবং ১৮ লাখ ডোজ মডার্নার টিকা বরাদ্দ পেয়েছি আমরা’। টিকাগুলো চলতি বছরের শেষ ৪ মাসে পাওয়া যাবে। আশা করা যায়, এ সময়ের মধ্যে আমরা আরও টিকা পাব’।