মেয়েদের স্কুলে যেতে না দেয়া ইসলামবিরোধী: ইমরান খান
আফগানিস্তানে মেয়েদের স্কুলে না যেতে দেয়াকে ইসলামবিরোধী বলছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ইমরান খান বলেছেন, তালেবান সরকারকে পাকিস্তানের স্বীকৃতি পেতে হলে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আশা করেন শিগগিরই মাধ্যমিক স্তরে মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে তালেবান। বলেন, আমার ধারণা তারা মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে। মেয়েরা শিক্ষিত হবে না, এমন ধারণা ইসলামসম্মত নয়। এর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। তালেবান নেতারা বলে আসছেন, ইসলামি আইনের কাঠামোর মধ্য দিয়ে নারীর অধিকারকে সম্মান করা হবে।
ইমরান খান আরও বলেন, আফগানিস্তানকে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত নয়, যাতে পাকিস্তানের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
এদিকে তালেবানকে বয়কট না করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনে এ আহ্বান জানান তিনি।
এস