বিদেশি রিভলভারসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
রাজধানীতে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় অভিযুক্ত তিন আসামী গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি রিভালভার সহ ৫০ রাউন্ড গুলি ও দুটি মোটর সাইকেল ।
সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতে ডাকাতির সাথে আমাসীরা জড়িত ছিলো বলেও জানান তিনি। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বড় ধরণের লেনদেনকারীদের টার্গেট করে ডাকাতি করে থাকে তারা । এই ডাকাতির টাকায় তারা বিপুল সম্পতির মালিক হয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ।
ডাকাত দলের এই চক্রের সাথে আরো কয়েকজন জড়িত আছে বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার।