আর্কাইভ থেকে বাংলাদেশ

১৮ বছর পর্যন্ত শিশু বিবেচনার বাধ্যবাধকতা ভেবে দেখার সময় এসেছে; স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কিশোর অপরাধ দমনে ১৮ বছর পর্যন্ত শিশু বিবেচনার আইনগত বাধ্যবাধকতা নতুন করে ভেবে দেখার সময় এসেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের উদ্যোগে কিশোর অপরাধ বিরোধী টিভিসি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর হাতিরঝিলের মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্সে আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রী কিশোর গ্যাং নামে অপ-সংস্কৃতি ও অপরাধের বিভিন্ন দিক তুলে ধরেন। মন্ত্রী বলেন, শিশু-কিশোরদের সঠিক পথে পরিচালনায় পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, কিশোর অপরাধ দমনে আভিযানিক কার্যক্রমের পাশাপাশি কোমলমতি কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে কাজ করছে র্র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সেই ধারাবাহিকতায় র‌্যাবের উদ্যোগে কিশোর অপরাধ বিরোধী সামাজিক প্রচারণা কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

সেখানে বক্তব্য দেয়ার সময় পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ কিশোর অপরাধ দমনে আইনি জটিলতার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, কিশোররা যাতে বিপথগামী না হয় সেলক্ষ্যে জন্য অভিভাবক, শিক্ষকসহ সমাজের সকল স্তরের নাগরিককে সচেতন হতে হবে।

২০১৭ সালে রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান হত্যাকাণ্ডের পরপরই আলোচনায় আসে কিশোর গ্যাংয়ের কথা। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার, মাদকসহ নানা কারণে কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবনতা বাড়তে থাকে।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ। সভাপতিত্ব করেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এ সম্পর্কিত আরও পড়ুন