বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
বরিশালে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ রাব্বী হাওলাদার (২৫ ) নামে এক বিদ্যুৎ লাইনম্যানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেশপুর রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন মিলন জানান, সকাল ১০ টার দিকে বিদ্যুতের সংযোগ বন্ধ না করে খুটিতে উঠে কাজ করার সময় হঠাৎ করেই রাব্বী হাওলাদার বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারে ঝুলতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করে। তবে সেখান থেকে তাকে উদ্ধারের আগেই মাটিতে পরে যায়।
পড়ে রাব্বীকে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানতার কর্তব্যরত চিকিৎসক নাসরিন আক্তার মৃত বলে ঘোষণা করেন।
মুনিয়া