বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিদ্যুৎস্পর্শে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বলিদ্বারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বলিদ্বারা ক্লিনিকপাড়ার মনু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫৫) ও তার ছেলে আব্দুল কাদের (৩২)।
জানা যায়, বিকালে আব্দুল কাদের ফসলি জমিতে পানি দিতে যান। এসময় পানির পাম্প চালু করতে গেলে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে কাদেরের মা আফরোজা বেগম ছেলে কাদেরকে সেখানে পড়ে থাকতে দেখে বাঁচাতে গেলে তিনিও স্পৃষ্ট হয়ে মারা যান।
এরপর স্থানীয়রা মা ও ছেলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে রানিশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল জানান, নিহত মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
মুক্তা মাহমুদ