আর্কাইভ থেকে ক্রিকেট

জাতীয় পতাকা নিয়েই বিশ্বকাপে খেলবেন রশিদরা

জাতীয় পতাকা নিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবেন রশিদ খানরা। ‘স্পোর্টস টক’-এর প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) নতুন চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি জানিয়েছেন, জাতীয় পতাকা নিয়েই বিশ্বকাপে খেলবেন তারা।

তালেবানরা আফগানিস্তান দখলের পর দেশটির ক্রিকেট শঙ্কার মুখে পড়ে। ইতোমধ্যে নারীদের ক্রিকেট নিষিদ্ধ করা হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের খেলা নিয়ে জটিলতা শুরু হয়। বিশ্বমঞ্চে আফগানিস্তানের পতাকা নিয়ে খেলতে দেবে না তালেবানরা-এমন গুঞ্জনও ওঠে। সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে বহিষ্কার হতে পারে আফগানরা।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না দেয়াই নয়, আফগানিস্তানের সদস্যপদ বাতিল করতে পারে আইসিসি। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ১৭ বোর্ড সদস্যের মধ্যে ১২ জন যদি তা খারিজের পক্ষে ভোট দেন, তা হলে বাদ পড়তে পারেন রশিদ-নবীরা।

তবে সংবাদ বের হয়েছে, জাতীয় পতাকা নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আফগানিস্তান। এমনটাই জানান ফাজলি।

আগামী ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এতে সরাসরি খেলবে আফগানিস্তান। গ্রুপ-২ এ তাদের প্রতিপক্ষ ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন