বিএনপি

গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে জাতীয় সংকট রুখতে পারব

বিএনপির স্থায়ী কমিটির সদস্য  সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'গণতান্ত্রিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের মধ্যে বিভেদ না থাকে, তবে জাতীয়ভাবে যেকোনো ধরনের সন্ত্রাস ও ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব। আমরা ঐক্যটা দেখাতে চাইফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যটাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। একমাত্র এর মাধ্যমেই আমরা এই ধরনের জাতীয় সংকট রুখতে পারব।'

শনিবার (১৩ ডিসেম্বর)  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ শেষে বের হয়ে তিনি এসব কথা বলেন

সালাহউদ্দিন বলেন,  আমরা জানি, এই অপশক্তি দেশের ভেতরেও সক্রিয়, দেশের বাইরেও সক্রিয়। তাই, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে ১০ তারিখ, তার পরদিনই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর ওপরে হামলা হলো। হামলার ধরন দেখে বোঝা যায় এটা পেশাদার লোক দিয়ে হয়েছে নিজেদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে কিন্তু  ওই পর্যায়ে বিতর্ক করা উচিৎ না, যাতে  ঐক্য বিনষ্ট হয়।

তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তার বিষয়ে তিনি আরও বলেন, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে, সে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকার প্রতি বিএনপি আহ্বান জানিয়েছি

ইনকিলাব মঞ্চের কর্মসূচির বিষয়ে এ বিএনপি বলেন, 'ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজও তাদের সভা চলছে এবং আগামীকাল ও পরশু শাহবাগ বা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশের আহ্বান জানানো হতে পারে। সেখানে সর্বাত্মক অংশগ্রহণের বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়েছিআমরা যাব।'

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন