ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর বিশেষ অভিযান
চীন থেকে ইরানগামী একটি মালবাহী জাহাজে অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী (কমান্ডো)। ভারত মহাসাগরে শ্রীলঙ্কা থেকে কয়েকশ মাইল দূর থেকে জাহাজটি জব্দ করা হয়। কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সমুদ্রে ইরানগামী কার্গো জাহাজ জব্দের এমন ঘটনা ঘটল।
শুক্রবার (১২ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গেল নভেম্বর মাসে এই অভিযান পরিচালিত হয়। জাহাজটিতে সমরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল। অভিযানে সেসব সামগ্রী সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় মার্কিন বাহিনী।
প্রতিবেদনে আরও উল্লেখ হয়, বিশেষ ওই অভিযানের পর জাহাজটি পুনরায় গন্তব্যের দিকে যাত্রা করে। এ ব্যাপারে জানতে চীন এবং ইরানের সঙ্গে যোগাযোগ করা হলেও দুদেশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
এসএইচ//