আন্তর্জাতিক

শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইরানী নারী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ইরানের নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করেছেন।

জানা গেছে, মোহাম্মদীর সঙ্গে আরও বেশ কয়েকজন কর্মীকেও আটক করা হয়। তারা ‘স্বৈরশাসকের মৃত্যু’ এবং ‘ইরান দীর্ঘজীবী হোক’-এমন স্লোগান দিয়েছিলেন।

এ ঘটনার পর নোবেল কমিটি বিবৃতি দিয়ে ‘উদ্বেগ জানিয়েছে। একই সঙ্গে মোহাম্মদীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। 

উল্লেখ্য, ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে এবং মানবাধিকার প্রচারে সক্রিয়তার জন্য মিসেস মোহাম্মদীকে ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন