আর্কাইভ থেকে দেশজুড়ে

সৈকতে আবারও মিলল মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ডলফিন। এটি ৭ ফুট দৈর্ঘের শুশুক প্রজাতির একটি ডলফিন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সৈকতের দ্বিতীয় ঝাউ-বাগান পয়েন্টে মৃত ডলফিনটি ভেসে আসে। পরে  স্থানীয়রা দেখতে পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ৭ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের মাথা ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে এটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ডলফিনটির ময়না তদন্তের জন্য শরীরের কিছু অংশ রেখে স্থানীয় বিট কর্মকর্তাকে মাটিচাপা দিতে বলা হয়েছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর তেত্রিশকানি পয়েন্টে একটিসহ এ বছর বিভিন্ন প্রজাতির মোট ২২টি মৃত ডলফিন সৈকতে ভেসে আসে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন