আর্কাইভ থেকে দেশজুড়ে

মমেকে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে করোনা আক্রান্তে কেউ মারা যায়নি। মৃতরা সবাই ময়মনসিংহের বাসিন্দা এবং ৩ জনই পুরুষ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১২ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১১ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
 
করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের আব্দুল কাদের (৬৫),কাজল মীর (৫০) ও হেলাল উদ্দিন (৩০)।

এ নিয়ে চলতি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১২৫ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগষ্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৯২ টি নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৬৪ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৯২ জন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন