জনসমাগমে বিএনপির মাস্ক বিতরণ
করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলা করাই যেখানে মূল উদ্দেশ্য। কিন্তু সেই উদ্যোগে চলেছে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানববন্ধনের পর হুড়োহুড়ি করে মাস্ক বিতরণ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী প্রজন্ম দল করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণের আয়োজন করে। অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
দুদু বলেন, সবাইকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কাজ করতে হবে। এজন্য জনসমাবেশ-জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন বিএনপির এই নেতা।