করোনা ভাইরাস : সব নির্বাচন স্থগিতের দাবি বিএনপির
দেশে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ও পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচন আপাতত স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে দেশের আদালতসমূহ যতদিন প্রয়োজন বন্ধ রাখার দাবিও জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।
ফখরুল বলেন, নির্বাচন কমিশন (ইসি) বলছে, ২১ মার্চ যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেটা হবেই। আর ২৯ মার্চের নির্বাচনের ব্যাপারে ২১ তারিখ সিদ্ধান্ত জানানো হবে। আমরা এই সিদ্ধান্তকে একেবারেই একপেশে মনে করি এবং দুর্যোগের সময় জনগণের সঙ্গে ইসি অমানবিক আচরণ করছে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা ইসিকে আহ্বান জানাচ্ছি, দেশের জনগণের স্বার্থে কমিশন তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবেন এবং মানুষের বেঁচে থাকার স্বার্থে নির্বাচন আপাতত স্থগিত রাখবেন। পরবর্তীকালে দুর্যোগ কেটে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে।