খালেদার কাছে মাফ চাইলেন ইশরাক
দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত দলের চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার কাছে মাফ চেয়ে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে তিনি এ স্ট্যাটাস দেন।
ইশরাকের স্ট্যাটাসটি দৈনিক অধিকারের পাঠকদের জন্য হুবহু তুলে দেওয়া হলো-
‘কেন মনে প্রাণে রক্তে বিএনপি করি? আমার কাছে বিএনপি মানেই বিশাল বড় বুকের পাটাওয়ালাদের দল। বিশাল বড় কলিজাওয়ালাদের দল। প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩৫ বছর বয়সে বিদ্রোহ করার পরিণাম মৃত্যুদণ্ড জেনেও সম্পূর্ণ নিজ সিদ্ধান্তে বেতার কেন্দ্র দখল করে স্বাধীনতার ঘোষণা দেন।
আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া ৭৫ বছর বয়সে মৃত্যুর পরোয়া না করে কারাবন্দি রয়েছেন শুধু গণতন্ত্রের পুনর্প্রতিষ্ঠার লড়াইয়ে কোনো আপস করবেন না বলে। একজন সন্তান হারিয়েছেন আরেকজনকে আদৌ দেখতে পারবেন কিনা উনি জানেন না।