আর্কাইভ থেকে আইন-বিচার

দুই মামলায় জামিন পেলেন মডেল পিয়াসা

দুই মামলায় জামিন পেয়েছেন আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। তবে আরেকটি মামলায় জামিন না হওয়ায় কারামুক্ত হতে পারছেন না তিনি।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে রাজধানীর ভাটারা ও খিলক্ষেত থানায় করা মামলায় পিয়াসার জামিন আবেদন মঞ্জুর করেন।

তবে গুলশান থানায় করা মামলায় জামিন নামঞ্জুর করে দেন আদালত। আর তাই কারামুক্ত হতে পারছেন না পিয়াসা। যদিও পৃথক এই তিন মামলার জামিন আবেদন করেছিলেন পিয়াসার আইনজীবী।

প্রসঙ্গত, গত ১ আগস্ট রাতে পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। অভিযানে তার বাসা থেকে মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

এরপর তার বিরুদ্ধে গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা করে পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে তার বিরুদ্ধে ওই ৩ মামলায় চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন