আর্কাইভ থেকে জাতীয়

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে কমলো ১৫১৬ টাকা

ভরিতে এক হাজার ৫১৬ টাকা ক‌মি‌য়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের স্বর্ণের প্রতি ভ‌রির দাম ক‌মে দাঁড়াচ্ছে ৭১ হাজার ৯৬৭ টাকায়। 

বৃহস্প‌তিবার (৩০ সে‌প্টেম্বর) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
শুক্রবার (১ অ‌ক্টোবর) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। 

বাজুস জানিয়েছে, করোনার সময় বিশ্ব অর্থনীতির বিভিন্ন জটিল সমীকরণের মধ্যেও আন্তর্জাতিক স্বর্ণ বাজারে দাম কিছুটা নিম্নমুখী। এ কারণে দেশের জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটানোর জন্য ও ভোক্তা সাধারণের কথা ভেবে ১ অক্টোবর থেকে স্বর্ণের দাম ভরি (১১.৬৬৪ গ্রাম) প্রতি ১৫১৬ টাকা কমানো হলো। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ১ অক্টোবর থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনা এক হাজার ৫১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেটের সোনা ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৪৯ হাজার ৭৪৭ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার ক্ষেত্রে আগের দামই বহাল থাকছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন