নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশন ছাড়া নির্বাচন বিএনপি মানবে না
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশন ছাড়া কোনো নির্বাচন তাঁর দল মেনে নিবেনা। শনিবার( ২ অক্টোবার) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সভায় এ কথা জানান তিনি।
এসময় ফখরুল আরো বলেন, এই সরকার চুরির পন্থা আরো সহজ করতে ইলেকট্রনিক ভোটিং মেষশন, ইভিএম ব্যবহার করছে। ইভিএম হচ্ছে জনগণের অধিকার হরণ করে ইচ্ছেমতো রায় ঘোষণার পদ্ধতি।
দলের নেতাকর্মীদের সম্পর্কে তিনি বলেন, তরুণ সমর্থকরা আন্দোলন সম্পর্কে অজ্ঞ। এ কারণে তারা শুধু মিছিলে আটকে আছে। তাদের প্রশিক্ষিত করতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা।