আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত  ‘খ‘ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা ও সাত বিভাগীয় শহরে এই পরীক্ষা  শুরু হয়। শেষ হয় সাড়ে দুপুর ১২টায় ।

এবার কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে আবেদন করেছে ৪৭ হাজার ছয়শ’ ৩২ জন শিক্ষার্থী। এসব আবেদনের বিপরীতে আসন রয়েছে দুই হাজার তিনশ’ ৭৮টি। গড়ে প্রতি আসনে ভর্তি পরীক্ষা দিচ্ছেন ২০ জন শিক্ষার্থী।

আগে এই হার ছিলো ১৮ জন।

এদিকে, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়েও উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভর্তি পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন