পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন
পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের নব নির্মিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান এই কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।
এ উপলক্ষে ধাক্কামারা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান মো. আওরঙ্গজেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, ধাক্কামারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.নুরল ইসলাম, বর্তমান সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে এই কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হয়। এটি নির্মিত হওয়ার ফলে ইউনিয়নবাসী ডিজিটাল সহ নানা নাগরিক সেবা সহজে গ্রহন করতে পারবেন।