দেশজুড়ে

পঞ্চগড়ে বইছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮.৯ ডিগ্রি

ছবি: ফাইল ছবি

দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসতে শুরু করেছে শীত। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বইছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কমলেও দিনের বেলায় বেড়েছে উষ্ণতা, সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ২৮ দশমিক ২ ডিগ্রিতে।

রাত বাড়ার সাথে সাথে শীতের দাপটও বাড়ছে। তবে ভোরে হালকা কুয়াশা থাকলেও সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়ায় অস্বস্তি কমে। বিকেলের পর উত্তর দিকের হিমেল বাতাস আর মাঝারি কুয়াশায় আবারও নেমে আসে কনকনে শীত।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে জানান, এলাকায় যে মৃদু শৈত্যপ্রবাহ চলছে তা আরও দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে। 

তিনি বলেন, “সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে নামলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।”

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন