রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে
রাজশাহী প্রতিনিধি;
রাজশাহী বিশ্ববিদ্যলয়ে দ্বিতীয় দিনের মত ২০২০-২১ শিক্ষা বর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ‘এ ‘ ইউনিটের অধীন মানবিক বিভাগের কলা অনুষদ সহ ২৮ বিষয়ের পরীক্ষা তিন শিফটে অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময় সকাল সাড়ে নয়টায় পরীক্ষা শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত পরীক্ষা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এ’ ইউনিটে ১৯৭১টি আসনের বিপরীতে ৪৩ হাজার ৫শ’ ৫৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ‘এ’ ইউনিটের প্রতি আসনের বিপরীতে ২৩ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছেন।
পরীক্ষা কক্ষে কেবলমাত্র প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত উপকরণ ও কাগজপত্র ছাড়া সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কক্ষসহ ক্যাম্পাস চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হযেছে। পাশাপাশি দায়িত্ব পালন করছে ভ্রাম্যমান আদালত। তবে প্রথম দিন সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ভর্তি পরীক্ষায় কোনো ধরনের অপ্রিতিকর ঘটনার খবর পারওয়া যায়নি।