চট্টগ্রামে করোনা আক্রান্ত ৩ জনের মৃত্যু
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে উপজেলা পর্যায়ে নতুন করে আরো তিনজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার ৯০৪ জন।
আজ বুধবার (৬ অক্টোবর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নতুন তিজনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৭ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২ জন, শেভরণ ল্যাবে ১ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৫ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।