রাজশাহী মেডিকেলে আরও ৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তিন জনই করোনা উপসর্গে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে রাজশাহীর একজন ও নওগাঁর দু’জন রোগী ছিলেন। মৃতদের মধ্যে একজন পুরুষ ও দু’জন নারী। চলতি মাসে এ নিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হলো।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪০টি শয্যার বিপরীতে মোট রোগী ভর্তি ছিলেন ৯১ জন।