আর্কাইভ থেকে বাংলাদেশ

ছেলেকে দেখার অনুমতি চাইলেন শাহরুখ, বার্গার নিয়ে ছুটলেন মা গৌরি!

মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। এমন দাবিই করেছে এনসিবি।

সংবাদমাধ্যমকে এনসিবিকর্তারা জানায়, জিজ্ঞাসাবাদে একাধিকবার কান্নায় ভেঙে পড়েছেন আরিয়ান। এদিকে ছেলের সঙ্গে দেখা করতে অনুমতি চেয়েছেন শাহরুখ খান। আর ছেলের জন্য বার্গার নিয়ে আসেন মা গৌরি খান। লকআপে বার্গার খাওয়াতে চেয়েছিলেন গৌরি। নিরাপত্তার জন্য শেষপর্যন্ত তা হয়নি।

আরিয়ানকাণ্ডে উত্তাল বি-টাউন। মুম্বাইয়ের একটি ইংরেজি পত্রিকার খবর, পুলিশ আরিয়ানের চার পাতার জবানবন্দি নিয়েছেন। জিজ্ঞাসাবাদে শাহরুখপুত্র বলেন, বাবা অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকেন। তিনি এতটাই ব্যস্ত থাকেন যে, অনেক সময় উনার সাক্ষাৎ পেতে আমাকেও অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়েছে।

অন্যদিকে আরিয়ানের মোবাইল ফোন থেকে বেশ কিছু আপত্তিকর ছবি উদ্ধারের দাবি করেছে এনসিবি। তার হোয়াটসঅ্যাপ চ্যাটে আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এনসিবি জানতে পেরেছে, যুক্তরাজ্য আর দুবাইয়ে মাদক নিয়েছেন আরিয়ান।

গ্রেপ্তারের পর সোমবার (৪ অক্টোবর) আদালতে তোলা হয়েছিল আরিয়ানকে। তাদের জামিন না মঞ্জুর করেছেন আদালত। ফলে আরও কয়েকজন এনসিবি হেফাজতে থাকতে হবে আরিয়ানকে। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখা হবে শাহরুখপুত্রকে। 

ছেলের জামিন নামঞ্জুর হওয়ায় বলিউড বাদশার পাশে দাঁড়িয়েছেন তার অনেক সহকর্মী। শাহরুখকে ফোন করেছেন দীপিকা পাড়ুকোন, করন জোহর, কাজল আগারওয়াল, রানি মুখার্জিসহ অনেকে। অন্যদিকে আরিয়ানের গ্রেপ্তারের খবরে টুইট করে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন অনেকে।

‘মান্নাত’র সামনে ভিড় না জমাতে অনুরোধ করেছেন শাহরুখ খানের জনসংযোগ কর্মীরা। কারণ হিসেবে তারা বলছেন, বাড়ির বাইরে সাংবাদিকরা ভিড় করেছেন। এর মধ্যে তারকারা মান্নাতে আসলে সাময়িক অসুবিধা হতে পারে। সার্বিক দিক বিবেচনা করে মান্নার সামনে ভিড় না করার অনুরোধ করেছেন তারা।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন