আবরার হত্যা দেশের সামগ্রিক সংকটের প্রতিচ্ছবি : মির্জা ফখরুল
আবরার হত্যা কোন, বিছিন্ন ঘটনা নয় এটা দেশের সামগ্রিক সংকটের প্রতিচ্ছবি। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার ( ৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বুয়েটের শিক্ষার্থী নিহত আবরার ফাহাদের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ- এ্যাব আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকারি গণতন্ত্রের কথা বলে এই দেশে বাকশাল কায়েম করছে, কোথায়ও জবাব দিহিতা ও ন্যায় বিচার নেই, কনক সারোয়ার সরকারি নির্যাতনে দেশত্যাগ করেছে সে বিদেশে বসে সত্য কথা বলার কারণে তার বোনকে গ্রেপ্তার করে নির্যাতন করছে।
২০১৯ সালের ৭ই অক্টোবর ভোররাতে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে রুমে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগ শাখার নেতাকর্মীরা, পরে আবরারের বাবা হত্যা মামলা দায়ের করেন, মামলার দুই বছর পার হয়ে গেলেও এখনো বিচার কার্যক্রম শেষ হয়নি।