চট্টগ্রামে হঠাৎ পরিবহন ধর্মঘট
ধর্মঘটের কারণে চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি রোডে মিনিবাস বাস চলাচল বন্ধ রয়েছে।
সকাল থেকে কোন ঘোষণা ছাড়াই এ কর্মসূচি পালন করছে শ্রমিকরা।
এতে দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ। নগরের কয়েকটি সড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে বাস চলাচল বন্ধ থাকায়, শত শত মানুষকে গাড়ির জন্য দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায়।
গতরাতে নগরীর অলংকার মোড়ে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলার অভিযোগে, এক লাইনম্যানসহ কয়েকজনেক আটক করে র্যারব। এর প্রতিবাদে মূলত শ্রমিকদের একটি অংশ মিনিবাস চলাচল বন্ধ রেখেছে।