আর্কাইভ থেকে বিএনপি

সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে পরিবর্তন করা যাবে না: গয়েশ্বর

সংবিধান আল্লাহ প্রদত্ত কোনো ধর্মগ্রন্থ নয় যে পরিবর্তন করা যাবে না। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, তারা নিরপেক্ষ ও সুস্থ নির্বাচন চান। নির্বাচনে বড় বাধা বর্তমান সরকার।

তিনি বলেন, পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। সংবিধান কোনো ব্যক্তির জন্য নয়। সংবিধান আল্লাহ প্রদত্ত কোনো ধর্মগ্রন্থ নয় যে পরিবর্তন করা যাবে না।

বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগের মুখে সংবিধানের কথা মানায় না। সংবিধান অনুযায়ী দেশ চলছে না। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে।

গয়েশ্বর বলেন, জনগণ রাস্তায় নেমে আসছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের পেটুয়া বাহিনী আক্রমণ করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন