আর্কাইভ থেকে বাংলাদেশ

রাজধানীতে বেড়েছে মুরগীর দাম

রাজধানীর বাজারগুলোতে ধাপে ধাপে বাড়ছে মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে বেড়েছে ১০ টাকা। আর সোনালিকা মুরগির দাম বেড়েছে ২০ টাকা।

শনিবার ( ৯ অক্টোবর) ব্রয়লার মুরগী একশ’ ৮০ ও সোনালি মুরগি তিনশ’ চল্লিশ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।

অন্যদিকে অস্থির হয়ে আছে সব্জির বাজারও। পেঁপে ছাড়া সব ধরনের সব্জিই বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা কেজি।

সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা। দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি।

খুচরা বিক্রেতা বলছেন, মধ্যসত্ব ভোগীদের কারসাজিতে পেঁয়াজের দাম বেড়েছে । অন্যদিকে গত এক সপ্তাহ যাবত কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রায় দুইশ টাকা কেজি। এ অবস্থায় বাজার মনিটিরিং জোরদার করার দাবী জানিয়েছে সাধারন মানুষ।

এ সম্পর্কিত আরও পড়ুন