আর্কাইভ থেকে বলিউড

ছেলের কারণে সরিয়ে নেয়া হলো শাহরুখের বিজ্ঞাপন

ছেলে আরিয়ান খানের মাদক মামলার কারণে আদালতে ব্যস্ত সময় দিতে হচ্ছে জনপ্রিয় বলিউড তারকা শাহরুখ খানকে। ছেলের জামিনের জন্য আদালতে ছোটাছুটিও করছেন তিনি। কিছুদিন আগে ভারতের প্রখ্যাত আইনজীবী সতীশ মানেশিন্ডেকে নিয়োগ দিয়েছেন তিনি। কিন্তু জামিন দেয়নি আদালত।

এমন পরিস্থিতিতে আরও একটি দুঃসংবাদ পেলেন শাহরুখ খান। শাহরুখের বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে অনলাইনে শিক্ষাদানকারী একটি সংস্থা। মাদক মামলায় ছেলে আরিয়ান খানের আটকের পর থেকে ওই বিজ্ঞাপন থেকে শাহরুখ খানকে সরিয়ে দেয়ার দাবি করছিলেন অনেকে। এ ব্যাপারে ওই সংস্থা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। 

কিং খানকে দিয়ে করানো তাদের সমস্ত বিজ্ঞাপন আপাতত সরিয়ে নিল ছোটদের শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ বাইজু (Byju)।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলে একটি প্রমোদতরী থেকে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে রিয়ান খানসহ ৮ জনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর তাদের জিজ্ঞাসাবাদ শেষে আরিয়ানসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এখনো জামিন পাননি আরিয়ান।

জানা যাচ্ছে, বিজ্ঞাপনের জন্য অগ্রিম বুকিং সত্ত্বেও সংস্থার তরফে সমস্ত বিজ্ঞাপন তুলে নেয়া হয়েছে। সর্বভারতীয় সংবাদ-মাধ্যমের প্রতিবেদন অনুসারে, টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাগাতার আক্রমণের মুখে বাইজুর তরফে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

২০১৭ সালে ছোটদের শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ বাইজুর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন শাহরুখ। এর পরই নাকি ওই সংস্থার আয় দ্বিগুন বেড়ে গিয়েছিল। বিজ্ঞাপনে ছোটদের ভবিষ্যৎ এবং শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে শাহরুখকে পরামর্শ দিতে শোনা যায়।

সম্প্রতি আরিয়ান খানের গ্রেফতারির পরই কিং খানের সেই পরামর্শ শুনতে নারাজ বহু গ্রাহক। টুইটারে এ নিয়ে লাগাতার আক্রমণ শুরু হয়। এক নেটিজেন লিখে বসেন, ‘নিজের ছেলেরই খেয়াল রাখতে পারলেন না, দেশের বাচ্চাদের শিক্ষা নিয়ে জ্ঞান দিচ্ছেন।’

আরেকজন লেখেন, ‘যে নিজের সন্তানদের ঠিক করে মানুষ করতে পারেননি, তার মুখে ভালো বাবা-মা হওয়ার পরামর্শ মানায় না।’ কেউ আবার শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ বাইজুকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

আর এই বিতর্কের পরই বাইজুর তরফে শাহরুখকে দিয়ে করানো তাদের সমস্ত বিজ্ঞাপন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। বাইজু শাহরুখ খানের সবচেয়ে বড় স্পনসরশিপের মধ্যে একটি। জানা যায়, এই সংস্থার সঙ্গে শাহরুখের ৩-৪ কোটি টাকার বার্ষিক চুক্তি ছিল। এছাড়া মেগাস্টার হুন্ডাই, এলজি, দুবাই ট্যুরিজম এবং রিলায়েন্স জিও -এর মতো বেশ কয়েকটি সংস্থার মুখ হলেন কিং খান।

সূত্র : জিনিউজ 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন