এবার সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন হবে: আইনমন্ত্রী
আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আইন করার প্রয়োজন আছে, তবে ১৫ ফেব্রুয়ারীর মধ্যে এটা করা সম্ভব নয় । তাই এবার সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য করা হয়নি মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা দেশের বাইরে বসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে এই আইনে ব্যবস্থা নেওয়া হবে।
আইনমন্ত্রী বলেন, পরবর্তীতে নির্বাচন কমিশন আইন করা হবে । তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায় আছে। এটি অনুসরণ করার বিকল্প নেই । খালেদা জিয়ার স্থায়ী মুক্তির বিষয়টি সরকারের হাতে নেই । এটা আদালতের এখতিয়ার।
তিনি বলেন, বিএনপির উচিত প্রধানমন্ত্রীকে দোষারোপ না করে ধন্যবাদ দেয়া। বঙ্গবন্ধু হত্যায় কমিশন গঠনের সিদ্ধান্ত কোন প্রতিহিংসার জন্যে নয়, বরং সঠিক ইতিহাসের স্বার্থেই বলে মনে করেন আইনমন্ত্রী।