রাজনীতি

নারায়ণগঞ্জ-৫

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নিজের ও পরিবারের নিরাপত্তাজনিত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দল থেকে আমার ওপর কোনো ধরনের চাপ, নির্দেশনা বা হুমকি নেই। সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার বিষয় বিবেচনা করেই আমি নিজ সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। বর্তমান নেগেটিভ পরিবেশও একটি কারণ। মূলত আমার পরিবারই এখানে মুখ্য বিষয়।”

তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ উদ্যোগে আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি সেই আস্থা ধরে রাখতে পারিনি। বিষয়টি আমার কাছে অনেকটা তীরে এসে তরী ডোবার মতো। এ জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমাপ্রার্থী।”

দল ভবিষ্যতে যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবেন জানিয়ে মাসুদ বলেন, “এই মুহূর্তে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই। তবে সংসদ সদস্য না হয়েও সমাজ ও মানুষের জন্য কাজ করা যায়—এটা আমি নির্বাচনী প্রচারণার সময় বুঝেছি। শুধু নিজের এলাকা নয়, এর বাইরেও আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সংসদ সদস্য না হলেও ভবিষ্যতেও মানুষের পাশে থাকবো—এটাই আমার অঙ্গীকার।”

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন