আর্কাইভ থেকে করোনা ভাইরাস

১৮ বছর বয়সীরাও করোনার টিকা পাবে : স্বাস্থ্য অধিদপ্তর

এতো দিন ২৫ বছরের উপরে যারা তাদেরকেই করোনার টিকা দেয়া হচ্ছিল। এখন ১৮ বছরের তারাও করোনার টিকা পাবে। এ মাসের (অক্টোবর) শেষ সপ্তাহ থেকেই তাদের এ নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক জানান, টিকার বয়সসীমা কমিয়ে ২৫ বছর থেকে ১৮ বছর করার সিদ্ধান্ত হয়েছে। আইসিটি বিভাগ কাজ শুরু করেছে। তাদের কাজ শেষ হলে শিগগিরই আমরা ঘোষণা দিয়ে এ কার্যক্রম শুরু করবো।

তিনি জানান, স্কুলের শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের সনদের মাধ্যমে টিকা নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের বয়স ১২ বছরের বেশি তাদেরকে ফাইজারের টিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

দেশে প্রথমে কোভিড টিকার বয়স ঠিক করা হয়েছিল ৩৫ বছর। পরে তা ৩০ ও ২৫ বছর করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন