প্রতিদিন ৪শ ট্রাক পেঁয়াজ বিক্রি করছে টিসিবি: সচিব
পেঁয়াজের শুল্ক প্রত্যাহার এবং অপরিশোধিত সয়াবিন ও পাম তেল, অপরিশোধিত চিনির শূল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (১১ অক্টোবর) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নিত্যপণ্যের মূল্য নির্ধারণ ও স্থিতিশীলতা বিষয়ক বৈঠকে এ অনুরোধ জানানো হয়।
বৈঠকের চলমান বাজার পরিস্থিতি তুলে ধরে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, ভারতে হঠাৎ বৃষ্টির কারণে দেশীয় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তবে চাহিদার তুলনায় বাজারে সংকটের কারণ নেই।
ভোজ্য তেলের ব্যাপারে সচিব জানান, তেলের বাড়তি দামের কারণ অনুসন্ধান করবে সরকার।
বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। বৈঠক পরিবর্তী ব্রিফিংয়ে বানিজ্য সচিব জানিয়েছেন, পেঁয়াজ পরিবহন যাতে বাঁধাগ্রস্থ না হয় সেলক্ষ্যে দেশের সব জায়গায় নির্দেশনা দেয়া হয়েছে । মিয়ানমার থেকেও পেঁয়াজ আমদানির প্রক্রিয়া চলছে। বাজার মনিটরিং ব্যবস্থা বাড়ানো হচ্ছে। প্রতিদিন ৪ শ ট্রাক পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। প্রয়োজনে আরো বাড়ানো হবে। আগামি এক মাস পেঁয়াজের দাম কিছুটা নাজুক থাকবে। তবে বর্তমান দামের চেয়ে আর বাড়বে না।