নিত্যপণ্যের দাম বাড়ার কারণ জানালেন বিএনপির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দরিদ্র ও মধ্যবিত্তের ঘরে-ঘরে এখন বোবা কান্না, নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে ঊর্ধ্বগতি তাতে এসব পরিবারগুলো বাজার করতে পারছে না। আর পণ্যের দাম বাড়ার পেছনে আওয়ামী লীগের কালোবাজারি, মুনাফাখোর, মজুতদার সিন্ডিকেটের হাত আছে।
সোমবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, করোনার এই মহামারি কালে মানুষের আয় রোজগারে যখন টান পড়েছে তখনই নিত্যপণ্যের দাম বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় ও অপরিহার্য দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে প্রতিদিই।
তিনি আরো বলেন, খাদ্যদ্রব্য, চাল, ডাল, তেল, লবণ, কাঁচা মরিচ, পেঁয়াজ, তরিতরকারি, মাছ-মাংস, পোলট্রি মুরগি, ডিম, চিনি, দুধ থেকে শুরু করে সব জিনিসের দাম বাড়ছে। পরিবারের জন্য এসব পণ্য সংগ্রহ অসম্ভব হচ্ছে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জন্য।
রিজভী বলেন, পাল্লা দিয়ে বাড়ছে, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলও। এর পেছনে আওয়ামী লীগের কালোবাজারি, মুনাফাখোর, মজুতদার সিন্ডিকেটের হাত আছে।
তিনি বলেন, আয়ের তুলনায় দ্রব্যমূল্যের লাগামহীন উল্লম্ফন ঘটায় মধ্য ও নিম্ন আয়ের মানুষ নীরবে আর্তনাদ করছে। ঘরে ঘরে চলছে বোবা কান্না। সংসার চালানোই এখন দায় হয়ে পড়েছে। কিন্তু নিশি রাতের সরকার নির্লিপ্ত।
রিজভী বলেন, বর্গীরা যেমন আগে বাংলাদেশে আসত, লুট করে আবার চলে যেত। এরাও ঠিক একইভাবে লুট করছে এবং বিদেশে তাদের বিত্ত তৈরি করছে। বাণিজ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী নিজেরাই ব্যবসায়ী এবং এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। যে কারণে দাম বাড়লেও মানুষ কষ্ট পেলেও কোন দায় নেই সরকারের।
মুক্তা মাহমুদ