পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের অনুরোধ বাণিজ্য মন্ত্রণালয়ের
পেঁয়াজের শুল্ক প্রত্যাহার করতে রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল, অপরিশোধিত চিনির শূল্ক হ্রাসের জন্য এনবিআর অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়।
আজ সোমবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক সভায় এ অনুরোধ জানানো হয়।
আজ সোমবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক সভায় এ অনুরোধ জানানো হয়। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নিত্যপণ্যের মূল্য নির্ধারণ ও স্থিতিশীল বিষয়ক বৈঠকে এ অনুরোধ জানানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, ভারতে হঠাৎ বৃষ্টির কারণে দেশীয় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে, তবে চাহিদার তুলনায় বাজারে সংকটের কারণ নেই।
অন্যদিকে ভোজ্য তেলের বিষয়ে সচিব জানান, তেলের বাড়তি দামের কারণ অনুসন্ধান করবে সরকার। বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন, বাণিজ্যমন্ত্রী।