আর্কাইভ থেকে বাংলাদেশ

ফাইনালের লড়াইয়ে সুমনের গোলে এগিয়ে গেল বাংলাদেশ

জিতলেই দল পা রাখবে ১৬ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এমন হাতছানি নিয়ে মাঠে নেমেই নেপালের বিপক্ষে এগিয়ে গেল বাংলাদেশ।

জামাল ভূঁইয়ার নেয়া ফ্রি কিকে হেড দিয়ে গোল করেছেন স্ট্রাইকার সুমন রেজা। ম্যাচের নবম মিনিটে আসা এই গোলে তাই ফাইনালের সুবাতাস পেতে শুরু করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা।  

ম্যাচ শুরুর দশ মিনিট পরেই গর্জে উঠল মালে স্টেডিয়াম। বাঁপ্রান্ত থেকে রাকিব বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, নেপালের ডিফেন্ডার তাকে বাঁধা দিলে পড়ে যান। উজবেকিস্তানের রেফারি ফাউলের বাঁশি বাজান। অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে বক্সে জটলার মধ্যে হেড করেন সুমন রেজা। 

সুমনকে দুই ম্যাচ পর আবার সুযোগ দিয়েছেন কোচ। সেই সুযোগের পূর্ণ ব্যবহার করলেন সুমন। উত্তর বারিধারার হয়ে সদ্য সমাপ্ত লিগে সুমন ছিলেন দেশিদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। 

ম্যাচের শুরু থেকে বাংলাদেশ নিয়ন্ত্রিত ফুটবল খেলছে। এখন পর্যন্ত নেপাল তেমন কিছু করতে পারেনি। ম্যাচের বাকি সময় এই স্কোরলাইন বজায় থাকলে বাংলাদেশ ১৬ বছর পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবলের ফাইনাল খেলবে। 

দুই পরিবর্তন নিয়ে অলিখিত সেমিফাইনালে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের অলিখিত সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই অস্কার ব্রুজনের শিষ্যদের কাছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে টিম বাংলাদেশ।

স্ট্রাইকার মতিন মিয়ার বদলে একাদশে এসেছেন সুমন রেজা। আর মালদ্বীপের বিপক্ষে খেলা সোহেল রানা বাদ রাখা হয়েছে নেপাল ম্যাচে। এছাড়া দুই হলুদ কার্ডের খড়গে এই ম্যাচে খেলতে পারছেন না লেফটব্যাক ইয়াসিন আরাফাত।

বাংলাদেশ দল

জিকো (গোলরক্ষক), বিশ্বনাথ, বাদশাহ, তপু, তারিক, জামাল (অধিনায়ক), বিপলু, ইব্রাহিম, সাদ, রাকিব, সুমন। 

নেপাল দল

কিরন চেমজং, দিনেশ রাজবংশী, অনন্ত তামাং, রোহিত চাঁদ, গৌতম শ্রেষ্ঠ, পুজান উপার্কোটি, তেজ তামাং, সুজল শ্রেষ্ঠ, আয়ুশ ঘালান, নবযুগ শ্রেষ্ঠ, অঞ্জন বিষ্টা।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন