আর্কাইভ থেকে বাংলাদেশ

১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেয়া হবে কাল

স্কুল শিক্ষার্থীদের (১২ থেকে ১৭ বছরের বছর বয়সীদের) পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হবে। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে আমরা এই টিকার একটি টেস্ট রান শুরু করবো। জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

আজ বুধবার (১৩ অক্টোবর) ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছিলেন শিশুদেরকে টিকা দিতে হবে। সে লক্ষ্যে কাজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। এবারের টেস্ট রানের জায়গাটি বেছে নিয়েছি মানিকগঞ্জকে। এটিস্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনী এলাকা।

ডা. খুরশিদ আলম বলেন, প্রাথমিকভাবে মানিকগঞ্জের দু’টি সরকারি স্কুলের ১২ থেকে ১৭ বছর বয়সী ছেলে-মেয়েদের ফাইজারের টিকা দেয়া হবে। সেখানে যাদের টিকা দেয়া হবে তাদের ১০ থেকে ১৫ দিন পর্যবেক্ষণ করা হবে। পরে রাজধানীতে বড় আকারে টিকাদান কার্যক্রম শুরু হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন